কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২৫ মার্চ)দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহবুবুল আলম ভূইয়া, কমলগঞ্জ জামায়াত ইসলামীর আমির মো.মাসুক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম – আহবায়ক আবুল হোসেন,কমলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার শোকরানা নান্না,পৌর বিএনপি যুগ্ম আহবায়ক শফিকুর রহমান,সাংবাদিক নির্মল এস পলাশ প্রমূখ। এসময় সহকারী বন সংরক্ষক ও রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়ুয়া,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী সাইফুল আজমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।