গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর নামক এলাকায় এক মলম পার্টির নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। গত বুধবার(১৯ মার্চ) দুপুরের পরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী যাত্রীবেশে একটি অটোরিকশায় উঠে চালককে অচেতন করার চেষ্টা করছিলেন।
তার সন্দেহজনক আচরণ দেখে চালক চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসে এবং তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে থানায় নিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ জানান, আটক নারী মলম পার্টির সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।