দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাঘাটা থানায়, কচুয়াহাটে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা নামাজ পড়ে সাঘাটা উপজেলার কচুয়াহাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টানের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের তৌহিদী জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যা আজ মানব সভ্যতার জন্য লজ্জাজনক অধ্যায়। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর চলছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ।

পশ্চিমা বিশ্ব এই হত্যাযজ্ঞের প্রকাশ্য মদদদাতা, আর তথাকথিত জাতিসংঘ কার্যত এই আগ্রাসনের পক্ষে নীরব সহযোগী হয়ে দাঁড়িয়েছে। বক্তারা ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

তারা সরকারসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হয়। মুসলমানরা নিরাপদে বসবাস করতে পারেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ফিলিস্তিনের স্বাধীনতা। ও মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version