নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘‘সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার’’ বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহরের প্রেসক্লাব চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিবারের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে মাওলানা মাসুদুর রহমান ফকির এর সঞ্চালনায়, সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর।
অন্যদের মাঝে আলেচনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, মাওলানা ওয়ালী উল্লাহ্, হাফেজ আব্দুল কাদির, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ আবুল কালাম, হাফেজ আজিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে, বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় অন্যদের মাঝে দুর্গাপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় সুধীজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক সাংবাদিক জামাল তালুকদার প্রতিবছরই কোমল মতি শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় অনুভুতি জাগানোর জন্য হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ওনার এই সুন্দর আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাই। এছাড়া পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবছর দুর্গাপুর উপজেলার গুনীজনদের সম্মাননা দিয়ে থাকেন এই মহৎ উদ্দ্যেগ গ্রহনের জন্য আমরা কৃতজ্ঞ।