নিজস্ব প্রতিবেদক: ‘‘অন্তর মম বিকশিত করো অন্তর তর হে, নির্মল করো উজ্জ্বল করো, সুন্দর করো হে এ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড়ে অবস্থিত মানবকল্যানকামী অনাথালয় থেকে প্রতি বছরের ন্যায় এবারও অনাথবন্ধু সম্মাননা দেয়া হয়েছে। তিনদিন ব্যাপি বিশ্ববান্ধব কবি সম্মেলন ও সনাতন ধর্মীয় মহা-সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গুনীজনদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কবি সাজ্জাদ খান এর সভাপতিত্বে কবি বিদ্যুৎ সরকার ও কবি দুনিয়া মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি‘র যুগ্ন-আহবায়ক নুরুল আমীন তালুকদার, মানবকল্যানকামী অনাথালয়ের সভাপতি সুবল দে, নয়নযোগী আশ্রমের সভাপতি হরেন্দ্র ঘোষ, কবি আবুল বাশার, লোকান্ত শাওন, সায়মন খান, জীবন চক্রবর্ত্তী, কাজল তালুকদার, আরিয়ান সিদ্দিক, মিল্টন দেবনাথ, নাজমুল হুদা সারোয়ার, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানগণ।
আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিভাগে বীর মুক্তিযোদ্ধা শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন, শিক্ষায় (মরনোত্তর) সুরথ চন্দ্র দে, সমাজসেবা বিভাগে সাহিত্য প্রতিষ্ঠান ‘‘পথ পাঠাগার’’, সাংবাদিকতা বিভাগে দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি তোবারক হোসেন খোকন, কবিতায়, কবি তানভীর জাহান চৌধুরী ও রাকিবুল ইসলাম সৌমিক কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৭২ সনে বহ চড়াই উৎরাইয়ের মাঝে নিত্যানন্দ গোস্বামী নয়ন যোগী আশ্রমের প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে বাংলাদেশ হরিনাম প্রচার সংঘ, মানব কল্যানকামী অনাথালয়, বাংলাদেশ মানবসেবা সংঘ, অনিকেত দাতব্য চিকিৎসালয়, মানবকল্যানকামী বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন। বর্তমানে ১১৩জন অনাথ শিশুকে এই অনাথালয় থেকে প্রতিপালন করা হচ্ছে। এদের ভরণ পোষনে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। সরকারি সহায়তা চাহিদার তুলনায় অতি নগন্য। অনাথদের সহাযতায় সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আলোচনা শেষে অনাথ শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।