দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

ইয়েমেন ও ফিলিস্তিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সকল সাম্রাজ্যবাদ ও ইসরাইল হাত গুটাও”- এই স্লোগানে রেল রোড ফুড গোডাউনের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২০ শে মার্চ) বেলা সাড়ে বারোটায় এক প্রতিবাদী মানববন্ধন করেছে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যশোরের অগ্নিকন্যা সুমাইয়া শিকদার ইলা, সামিয়া বিশ্বাস, নাহিদা সুলতানা সেতু, সুরাইয়া সিকদার এশা প্রমুখ। বক্তারা বলেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন যশোর জেলা শাখা এই আগ্রাসী সাম্রাজ্যবাদী যুদ্ধের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা জাতিসমূহের আত্মনিয়ন্ত্রের অধিকারকে সমর্থন করি ও মনে করি যে শ্রমিক শ্রেণির নেতৃত্বে নারী, সংখ্যালঘুসহ সর্বস্তরের জনগনের বিপ্লবই শুধু পারবে জাতিসমূহকে সাম্রাজ্যবাদ ও আঞ্চলিক সম্প্রসারণবাদ থেকে মুক্তি দিতে।

একইসাথে সর্বস্তরের জনগণকে এই সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধ এবং আগ্রাসনের বিরোধিতা ও প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছে। পশ্চিমা নেতৃতাধীন সৌদিজোট ইয়েমেনে অন্যায় যুদ্ধ চালিয়ে আসছে। এতে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে ইয়েমেনের নিরস্ত্র নারী শিশুসহ সাধারণ জনগন। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ইসরায়েলিদের গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লাল সাগরে পশ্চিমা জাহাজ অবরোধ করে রাখায় পুনরায় নতুন করে তাদের উপর হামলা শুরু করেছে মার্কিন প্রশাসন।

বক্তারা উল্লেখ করেন, মার্কিন প্রশাসনে নবনিযুক্ত প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বে সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্রতা কমিয়ে আনার কথা বলে নির্বাচনে জিতলেও পুনরায় ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় নারী শিশুসহ শহিদ হয়েছেন অনেকে।

এতে ইয়েমেনে দীর্ঘ একযুগ ধরে চলা দুর্ভিক্ষ ও মানবেতর অবস্থা আরো তীব্রতর হবে৷ সাবেক প্রসিডেন্ট বাইডেন প্রশাসনের মতোই এই অন্যায় যুদ্ধ চলমান রাখা সাম্রাজ্যবাদের অন্তর্নিহিত গণবিরোধী চরিত্রকেই প্রকাশ করে। সিরিয়ায় ইসলামপন্থিদের পৃষ্ঠপোষকতা করে স্বাধীনতার বুলি আওড়ানো স্বত্তেও ইয়েমেনে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের এই হামলা সাম্রাজ্যবাদের হীন কূটকৌশলকেই প্রকাশ করে।

সাম্রাজ্যবাদ ও তাদের ধর্মবাদী ও রাজতান্ত্রিক দালালরা মধ্যপ্রাচ্যের জনগণের মুক্তির আন্দোলনকে ধ্বংস করতে সবসময় উদ্যত ছিলো এবং থাকবে বলে মত প্রকাশ করেন বিপ্লবী ছাত্র- যুব আন্দোলনের নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version