জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ইফতার করল ‘দর্শন ১৮ ব্যাচ বন্ধু মহল’। পাশাপাশি, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। মঙ্গলবার (১৮ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের সেমিনার রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত (শিক্ষা ক্যাডারে প্রথম) মো. ইবাদুল হক। জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে ৫০ জন নবীন শিক্ষার্থীকে ফুল দেয়ার মাধ্যমে বরন করা হয়। প্রত্যেক নবীন শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানান দিক নির্দেশনা মূলক আলোচনা করেন অনুষ্ঠানটির প্রধান আলোচক মো. ইবাদুল হক। অনুষ্ঠানটির আয়োজক কমিটির সদস্য ফরহাতুল মুবিন বলেন, আমরা ‘দর্শন ১৮ ব্যাচ বন্ধুমহল’ আজকের এই ইফতার আয়োজন পেরে খুবই গর্ব বোধ করছি। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরেও আনন্দ বোধ করছি। এই ইফতার মাহফিল এর উদ্দেশ্য ছিলো ১৯ ব্যাচের জুনিয়র এর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা।’ আরেক সদস্য আরিফুজ্জামান টিংকু বলেন, আমরা দর্শন বিভাগ একটা পরিবারের মতো।
আমাদের প্রত্যেকের সিনিয়র ও জুনিয়রের মধ্যে বন্ডিং বাড়ানো উচিত। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আমাদের এই ইফতার আয়োজন জুনিয়রদের ভালো লেগেছে। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য আমির হোসেন বলেন, রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই ইফতার মাহফিল আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে। সেই লক্ষ্য পূরণ হিসেবে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দর্শন ১৮ ব্যাচ বন্ধুমহলে’র সদস্য: পারভেজ মোশারফ আপেল, মাহফুজ ইসলাম, আকরাম খান, আল-আমিন হোসেন, আলমগীর হোসেন, মোহাম্মদ হাসান, মাশফিকুল রাফি, পিয়াল কুমার প্রান্ত ও অন্তর দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগ ১৮ ব্যাচের সিআর ইসরাত জাহান ইমা। সর্বশেষে, মো. আমির হোসেনের সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।