কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় সাত লক্ষ টাকা মূল্যমানের ৩৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প। তাদের ব্যবহৃত একটি নোয়া ব্র্যান্ডের মাইক্রো বাস জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- হবিগঞ্জের সদর থানাধীন বড় বৌমা গ্রামের মৃত আ. মান্নানের ছেলে মো. জসিম উদ্দিন (৪৩)। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাথোহাড় গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৫) এবং একই জেলার গৌরীপুর উপজেলার কাশিয়ার চর গ্রামের জলিলের ছেলে মো. জুয়েল (৩৮)।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১টার দিকে প্রেরিত প্রেসি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যান্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারি পরিচালক।
এরআগে গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ই্উনিয়নের নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে জম জম ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-১৪ এর পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রেফতারকৃত মাদককারবারীদের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।