দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বরগুনায় শিশু সন্তান ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এই সহায়তা নিহতের পরিবারের কাছে পৌঁছে দেন। এ সময় বরগুনা জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে নিহতের স্ত্রীকে মোবাইল ফোনে বলেন, ‘আপনারা এই বাংলাদেশেরই মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, বিএনপি আপনাদের পরিবারের পাশে থাকবে। আপনারা যাতে ন্যায় বিচার পান, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘বিএনপি সাধ্য অনুযায়ী সব ধরনের সহায়তা নিয়ে আপনার পাশে থাকবে। আপনি ভয় পাবেন না, দেশের মানুষ ও বিএনপি আপনার পাশে আছে।’

নিহতের স্ত্রী এ সময় বলেন, ‘আমার মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে স্বামী মার্ডার হয়েছে। আমারও তো কোনো নিরাপত্তা নেই। স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন আমি শিশু সন্তানদের নিয়ে কি করবো, তাদের কি খাওয়াবো।’

তারেক রহমান এ সময় তাকে স্বান্ত্বনা দিয়ে বলেন, ‘আমি নেতৃবৃন্দকে বলেছি, দলের সিনিয়র নেতারা ওইখানে যাচ্ছে। তারা আপনার সাথে কথা বলবেন। তাদের আপনার কি কি সহযোগিতা প্রয়োজন, আমাদের বলবেন। কতটুকু পারবো জানি না। তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে।’

তিনি বলেন, ‘আপনি যাতে আইনের শাসন ন্যায় বিচার পান সেজন্য আমাদের দলের আইনজীবীদের নির্দেশ দেব। যাতে আইনগতভাবে আপনাকে সহযোগিতা করেন। আর আপনার সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই আপনার জন্য কিছু একটা করবো।’

এ সময় নিহতের স্ত্রী তার সন্তানের ধর্ষণকারী ও স্বামীর হত্যাকারীর দ্রুত গ্রেফতার বিচার দাবি করেন।

এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, কেন্দ্রীয় সদস্য বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেড এম সালেহ ফারুক এবং ছাত্রদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন।

নিহত ব্যক্তি বরগুনা শহরে একটি মুরগির দোকানে কর্মচারী ছিলেন। দেড় মাস বয়সী শিশু কন্যাসহ চার বছর ও ১২ বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে। পরিবারটির ভরনপোষণের কর্মক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটিতে অন্ধকার নেমে এসেছে।

নিহতের স্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মেয়েকে ধর্ষণের পর আমার স্বামী বাদী হয়ে একটি মামলা করেন। পরে যে দিন মামলার তারিখ তার আগেই রাতে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমাদের সন্দেহ ধর্ষণ মামলায় অভিযুক্তের স্বজনরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বামীকে হারিয়ে এখন সন্তানদের নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি। কীভাবে আমাদের সংসার চলবে তা জানি না।’

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বরগুনা পৌরসভার কালিবাড়ির স্টাফ কোয়াটার দীঘির দক্ষিণ পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে বুধবার বিকেলে বরগুনা সদর থানায় নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version