দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪১ লাখ ৭১ হাজার ৩শ ৯০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ এবং ১টি ট্রাক। সোমবার (১৭ মার্চ) ভোররাতে এসব পন্য জব্দ করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান হতে মালিকবিহীন অবস্থায় মাছিমপুর বিওপি কর্তৃক ২০০ ঘনফুট ভারতীয় পাথর ও ১ টি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য- ২৫ লাখ ২৪ হাজার টাকা। লাউরগড় বিওপি কর্তৃক ৭৪০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১লাখ ৭৭হাজার ৬০০ টাকা। টেকেরঘাট বিওপি কর্তৃক ১২০০ কেজি ভারতীয় বাসমতি চাউল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। নারায়নতলা বিওপি কর্তৃক ২১৫ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৪৩০ টাকা। চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৯ কেজি ভারতীয় চিনি ও ২৫ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৩৬০ টাকা।

অপরদিকে, পেকপাড়া বিওপি কর্তৃক ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২লাখ ৪০ হাজার টাকা। বাংগালভিটা বিওপি কর্তৃক ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। বনগাঁও বিওপি কর্তৃক ৭৫০ পিস ভারতীয় ওড়না জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা এবং মাটিরাবন বিওপি কর্তৃক ১ টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ডুলুরা বিওপি কর্তৃক ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পাথর, ফুসকা, বাসমতি চাউল, সাবান, গরু, ওড়না, চিনি, ট্রাক শুল্ক কার্যালয় এবং ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version