উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান।
শনিবার দিবাগত রাতে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনের রবিবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারের শাহজাহান ভূঁইয়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
তিনি সরিষা ইউনিয়নের মারওয়াখালী গ্রামের প্রয়াত সিরাজুদ্দিন ভূঁইয়ার পুত্র। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে শাহজাহান ভূঁইয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ভবিষ্যতেও পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।##