দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ভোলা প্রতিনিধি॥

পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে “গড়বো সমাজ গড়বো দেশ, মানবতার বাংলাদেশ,, এই  স্লোগানে প্রতিষ্ঠিত নির্ভর ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।  সমাজকল্যাণমূলক এই উদ্যোগটি সংগঠনটি প্রতি বছরের চলমান মানবসেবা কার্যক্রমের একটি অংশ।

শনিবার (১৪ রমজান) নির্ভর ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলার নিজস্ব কার্যালয় থেকে ভোলার বিভিন্ন উপজেলার একশতাধিক অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সেচ্ছাসেবীরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত এই সংগঠনটি  সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং হতদরিদ্র পরিবারগুলোর সাহায্যার্থে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মো: রাজিব হাসান রিয়াদ বলেন, “আমরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য তাদের সুখে-দুঃখে সর্বদা সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানো।” সংগঠনের সাধারণ সম্পাদক মো.আল-আমীন বলেন, “এই ইফতার সামগ্রী বিতরণ আমাদের সাহায্য নয়, বরং এটি আমাদের পক্ষ থেকে মুসলিম পরিবারের জন্য একটি উপহার। আমরা চাই আমাদের এই ছোট্ট উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনুক।

নির্ভর ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা অ্যাড: মনিরুল ইসলাম মিয়া বলেন, “একঝাক তরুন নেমেছে মানবতার সেবায়। এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। যার মূল লক্ষ্য আর্ত-মানবতার সেবায় কাজ করার মধ্য দিয়ে মানব কল্যান সাধন ও সামাজিক উন্নয়নে অবদান রাখা। নির্ভর ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন ও মানবসেবায় ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে। আমরা আশাবাদী যে ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।  সংগঠনের সভাপতি আসাদ হোসাইন বলেন, “এই মহতী উদ্যোগ বাস্তবায়নে অনেকের অবদান রয়েছে-কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন।

আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।  অর্থ সম্পাদক হাসানুল হক বলেন, “ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে চালিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।সমাজের সকলকে এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্থানীয়রা নির্ভর ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এবং তাদের কাজকে সামাজিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে।

এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন।অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। এসময় নির্ভর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.আল-আমীন,সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সৌরভ সাংগঠনিক সম্পাদক লিখন আহমেদ তুহিন, অর্থ সম্পাদক হাসানুল হক, দপ্তর সম্পাদক মো.জামাল উদ্দিন এবং অন্যন্য স্বেচ্ছাসেবীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version