দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ সহ ১১ দফ দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি পালন করছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সনাক ঝালকাঠির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ,সনাকের সাবেক সভাপতি প্রফেসর (অবঃ) লাল মিয়া,সনাক সদস্য নজরুল ইসলাম তালুকদার,ইয়েস গ্রুপের দলনেতা শাহরিয়া পাপন, ইয়েস সদস্য সাহারা ফেরদৌস লায়লা প্রমুখ।

ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহ দলনেতা আরিফুল ইসলাম আকাশের সঞ্চালনায় ১১দফা দাবি সম্বলিত টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি রাবেয়া কবীর ও সনাক সদস্য কবিতা হাওলাদার।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শুধুমাত্র নারী ও শিশু নির্যাতনকারীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলেই হবে না, এই অপরাধের সাথে যারা সংযুক্ত থাকবে, উৎসাহিত করবে, অপরাধের পরিবেশ সৃষ্টি করবে, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। অপরাধীদের আমরা যদি ঘৃনা করি, সামাজিকভাবে বয়কট করি তবে হয়তো কিছুটা দমন করা সম্ভব হবে। আর নারী ও শিশু নির্যাতনকারীর বিচারকার্যের সাথে জড়িত সংশ্লিষ্টদের অবহেলা করবে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নিতে হবে এবং যাতে এই বিচার দ্রুত হয় সে ব্যবস্থা করতে হবে।’

মানববন্ধন শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়।এসময় শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, সনাক, ইয়েস, এসিজি সদস্য ও টিআইবি’র কর্মীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version