দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির ও ১৫৩, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান বলেছেন, “শোষণমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশে কুরআনের রাজ কায়েম করতে চাই।” শনিবার (১৫ মার্চ) ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান আরো বলেন, “আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই।

আমরা আর বিভক্ত হতে চাই না। যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচারী হাসিনাকে হটিয়েছিলাম, সেভাবেই সকল দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”  তিনি বলেন, “মানবতার সেবা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা বাংলাদেশে কুরআনের রাজ কায়েম করতে চাই।

কুরআনের আইনে মানুষ সম্মান ও ইজ্জত ভোগ করবে। আমরা সেই দিনটার জন্যই সংগ্রাম করছি। কুরআনের রাজ কায়েমের জন্য আমরা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ সংগ্রাম করার জন্য প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।” এসময় উপস্থিত সকলের প্রতি অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল্লাহ সুমন, সেক্রেটারি মো. মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ, প্রচার ও মিডিয়া সম্পাদক এইচএম মাজহারুল ইসলাম, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল সহ জামায়াতের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।  আলোচনা সভা ও ইফতার মাহফিলটি জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version