কে. এম. সাখাওয়াত হোসেন: সনাতন ধর্মের দেব দেবীর মূর্তি ভাঙ্গার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে ছড়ানোর অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত যুবকের জব্দকৃত মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার বিভিন্ন ভিডিও পোষ্ট সংক্রান্ত প্রমানাদি পাওয়া গেছে।
গ্রেফতারকৃত যুবক মো. জোবায়েদ ইসলাম (২১) নেত্রকোনার বারহাট্টা উপজেলার ধারাম পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে।
শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এরআগে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে উপসহকারি পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম জোবায়েদ ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গ্রেফতারকৃত আসামি বিভিন্ন সময়ে নিজ ফেসবুক আইডিসহ ততোধিক ফেসবুক পেইজ ও টিকটক আইডিতে ধর্মীয় ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। ধর্মীয় অনুভূমিতে আঘাত করার উদ্দেশ্যে হিন্দুদের দেব দেবীর মূর্তি ভাঙ্গার ভিডিও তৈরে সামাজি যোগাযোগম মাধ্যমে ছড়িয়ে দেন ওই যুবক।
ধৃত যুবকের বিরুদ্ধে বারহাট্টা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় মামলায় রুজু করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।