দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা কালচারাল কর্মকর্তার কাছে এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল কমিটির সভাপতি মনোনিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর।

পদাধিকার বলে একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ কোষাধ্যক্ষ মনোনিত হন। এছাড়া সহ-সভাপতি হয়েছেন সংগীত শিক্ষক বিশ্বনাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও সঙ্গীত শিল্পী এস এম খুররম আজাদ। সদস্যরা হলেন—মো. আকুল মিয়া, শফিকুল ইসলাম, ডা. শামীমা আক্তার মনি, জিয়া ইব্রাহিম, সুলতানা ইয়াসমিন সেতু ও রোকনুজ্জামান লিটন।

শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গতিশীলতার জন্য উপজেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠিত হয়। এদিকে শিল্পকলা একাডেমি প্রশিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে সংগীতে রুমা চক্রবর্তী ও নাসিমা খানম, নৃত্য মো. বাবু মিয়া, নাটক তৌকির আহমেদ হাসু, আবৃত্তি শহিদুল ইসলাম, চারুকলা রাশেদুর রহমান ও রাকিব হাসান, তালবাদ্যযন্ত্র দেলোয়ার হোসেন বেলু ও মো. জাহাঙ্গীর আলম এবং আলোকচিত্রে মো. লিমন মিয়া।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version