দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর নানা অভিযোগ তুলে একের পর এক সংগঠন ছাড়ছেন শীর্ষ নেতৃবৃন্দ। এবার ২৭টি অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন অর্থসেল সম্পাদক সুমাইয়া শিকদার ইলা। আজ বুধবার (১২ই মার্চ) সংগঠনের গঠনতন্ত্রের অভাব, স্বজনপ্রীতি, অর্থ সংরক্ষণে অনিয়ম ও ক্ষমতার কাঠামোর অসঙ্গতিসহ ২৭টি অভিযোগ তুলে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন যশোর জেলা বৈষমী বিরোধী আন্দোলনের স্লোগানকন্যা খ্যাত অর্থসেল সম্পাদক সুমাইয়া শিকদার ইলা।

উল্লেখ্য গত ২৭ শে নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটি ঘোষণার একদিন পর ২৮ শে নভেম্বর সংবাদ সম্মেলন করে সংগঠন ও পদ ছেড়েছেন যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। এরপর ৩০ শে নভেম্বর একইভাবে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন আরেক যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন। পরে ১৮ ডিসেম্বর সংগঠন ছাড়েন যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন।

পদত্যাগের এই হিড়িকের মধ্যে গত ৪ঠা ফেব্রুয়ারি সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে যশোর জেলা কমিটির সদস্যসচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। জেসিনা মোর্শেদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলা কমিটি গঠনে আপনার কিছু সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে।

যার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখায় আপনার সদস্যসচিব পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে আনীত অভিযোগ তদন্তের জন্য ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হলো। সেই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে দেখা যায়নি জেসিনা মোর্শেদ প্রাপ্তিকে। এরমধ্যে বোমা ফাটালেন আরেক নেত্রী সুমাইয়া শিকদার ইলা।

তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, “আমি মাজলুমের পক্ষে কাজ করতে এসেছিলাম কিন্তু এখানে নেতৃত্বের নামে স্বজনপ্রীতি, মব তৈরি করা, বিতর্কিত মন্তব্য দিয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। সংগঠনের নীতি, আদর্শ ও স্বচ্ছ নেতৃত্বের অভাব রয়েছে।” এরবাইরে বন্যাদুর্গতদের নামে টাকা উত্তোলন, টেণ্ডারবাজি, টাকা ভাগাভাগি ও মদ কাণ্ডসহ ২৭টি অভিযোগ তুলে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া শিকদার ইলা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version