দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মশিউর রহমান, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী মাতৃছায়া হাসপাতালে পরপর কয়েকজন প্রসূতি ও শিশু মৃত্যুর অভিযোগ এবং কর্তৃপক্ষের অনুমতি না থাকায় অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের অনুমতি না থাকায় তা পুরোপুরি বন্ধ এবং ল্যাবওয়ান ডায়াগনোস্টিক সেন্টারের পরমাণু কমিশনের অনুমতি না থাকায় এক্স-রে বন্ধের নির্দেশ দেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

একইসঙ্গে মাতৃছায়া হাসপাতালকে দুই হাজার, পপুলার ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০০ ও ল্যাব ওয়ান ডায়াগনোস্টিক সেন্টারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, উপজেলায় ১৭টি ডায়াগনোস্টিক সেন্টার ও তিনটি বেসরকারি হাসপাতাল রয়েছে। মাত্র দুইটি বেসরকারি হাসপাতাল ২০২৪-২০২৫ অর্থবছরে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও বাকিগুলো বেআইনিভাবে পরিচালিত হচ্ছে।

এরমধ্যে মাতৃছায়া হাসপাতালে পরপর চারজন প্রসূতি ও শিশু মৃত্যুর ঘটনা ঘটে। অধিকাংশ ডায়াগনোস্টিক সেন্টারে অভিজ্ঞ টেকনিশিয়ান, এক্স-রে অনুমোদন, পরিবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসক নির্ধারিত মূল্য তালিকা টানানো নেই। বিষয়টি মঙ্গলবার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনার পর প্রশাসন অভিযান পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও ল্যাব পরিদর্শন করা হয়। তিনজনকে আর্থিক জরিমানা করে প্রাথমিকভাবে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version