নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ও জেলা ছাত্রদলের সহযোগিতায়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, “ফ্যাসীবাদী শাসন ব্যবস্থার জাল এখনো পুরোপুরি শেষ হয়নি। আমরা চাই সব ধরনের অপরাধের বিচার। বিশেষ করে শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান এই নির্যাতিত শিশুটির চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছেন। জাকারুল ইসলাম ছাত্রদলের সব নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান, যেন দেশের যেকোনো সংকটময় মুহূর্তে তারা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলি হাসান মাজু, মনির হোসেন, রাজন আহমেদ, রানা মিয়া, মোঃ আবুল ফজল প্রমুখ।
বক্তারা নারীদের প্রতি চলমান সহিংসতা, বিচারহীনতা এবং রাজনৈতিক অসঙ্গতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।