দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শাকিল বাবু

জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য ১,০০০০০/- (এক লক্ষ) টাকার একটি চেক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন অসুস্থ মো. তৌহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) উপস্থিত ছিলেন।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ তাঁর চিকিৎসার জন্য ‘তৌহিদের পাশে আমরা’ ব্যানারে এই অর্থ সংগ্রহ করে। এর আগে তাঁকে আরও তিন লক্ষাধিক আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে বিভাগের বিভাগীয় প্রধান জানান। অসুস্থ তৌহিদের হাতে চেক তুলে দেওয়ার সময় সহমর্মিতা প্রকাশ করে উপাচার্য তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এদিকে চেক গ্রহণ করে তৌহিদ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ও উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।

   উল্লেখ্য, ত্রিশালের কোনাবাড়ির অসুস্থ মো. তৌহিদুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০০৯-২০১০ সেশনের এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তৌহিদের দেয়া তথ্যমতে গত ২০২৪ সালের জুলাই-আগস্ট এ ভারতের চেন্নাই গিয়ে প্রথম তাঁর এই রোগ ধরা পড়ে এবং তিনি জানতে পারেন ব্লাড ক্যান্সার ‘একিউট মাইলো প্লাস্টিক লিউকোমিয়া (এ এম এল)’ নামক দুরারোগ্য রোগে ভুগছেন তিনি। তাঁর এই দুরারোগ্য চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।

এই চিকিৎসায় ইতোমধ্যেই তিনি ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে কেমো থেরাপি নেওয়া সম্পন্ন করেন। এখন তাঁর বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version