দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস কর্তৃক অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন অ্যাওয়ার্ড, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।মো. আমজাদ হোসেন রতন সাহসী সাংবাদিকতায় ও ডা.এম.এ.মান্নান মানব সেবা ও সাংবাদিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ‘গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মাঝে এই দুই সাংবাদিককে গোল্ডেন অ্যাওয়ার্ড২৪ ও সনদ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসাবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এম এ সাত্তারসহ গুনি ব্যাক্তি উপস্থিত ছিলেন।

এছাড়াও সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিক উপস্থিত ছিলেন। এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন ২০২৪-২০২৫ সেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গ্রন্হণা ও প্রকাশনা সম্পাদক ও সাংবাদিক ডা.এম.এ.মান্নান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হিসাবে অনেক সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তাদের পেশাগত দায়িত্বে অবদান রাখায় আমাদের সংগঠন এর পক্ষ থেকে ‘গোল্ডেন অ্যাওয়ার্ড ‘২৪ ও সনদ প্রদান করেছি। আমি তাদের সফলতা কামনা করি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version