নিজস্ব প্রতিবেদক: ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরস্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। তারা বিক্ষোভ সমাবেশও পালন করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কলমাকান্দা ইট প্রস্তুতকারী মালিক সমিতি এসব কর্মসূচি পালন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন, মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম কেরণ ও সাধারণ সম্পাদক মো. শাহবাজ মিয়া।
বক্তারা বলেন, ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তি এবং বর্তমানে কয়লা সংকট সমাধানের দাবি জানান।
ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। উপরোক্ত দাবি সমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় না বসলে আগামী ১১ ই মার্চ, ২০২৫ ইং তারিখে প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা সৈয়দা রেজিওয়ানা হাসান,পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদানের পাশাপাশি ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন তাঁরা ।
স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি গুরুত্বের সঙ্গে উপরস্থ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে।
বিক্ষোভ সমাবেশে ও স্মারকলিপি প্রদানকালে নারীসহ তিনশো-চারশো শ্রমিক উপস্থিত ছিলেন।