দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

ভ্যাট ট্যাক্স প্রদান ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য সরকারি কোষাগারে চালানের মাধ্যমে ফি প্রদান করা হলেও বৈধ কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ৮ ভাটা মালিককে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছে প্রশাসন । প্রয়োজনীয় কাগজ না থাকলে প্রশাসনের পক্ষ থেকে ভাটাগুলো বন্ধ অথবা ভেংগে ফেলা হবে এমন খবর জানার পর ৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার ভাটা মালিক সমিতি।

স্মারকলিপি প্রদান শেষে ভাটা মালিকগন সাংবাদিকদের বলেন, প্রায় ৩০/৪০ বছর যাবৎ আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি । দেশের অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখছি । সরকারি নির্দেশনা অনুযায়ী জিগজ্যাগ প্রযুক্তির মাধ্যমে ভাটা স্হাপন করে পরিবেশ রক্ষা করছি । প্রতি বছর ভ্যাট ট্যাক্স ও পরিবেশ অধিদপ্তরে ফি প্রদান করছি । এ অবস্হায় আমরা সরকারের নিকট লাইসেন্স প্রদানের দাবি জানাচ্ছি ।
স্মারকলিপিতে জিগজ্যাগ ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা বন্ধ , ইটভাটা বন্ধ করলে ক্ষতিপূরণ প্রদান, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষনা, এবং ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি পূর্নাঙ্গ নীতিমালা ঘোষনার দাবি জানান ।
জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল বলেন , পাঁচবিবিতে ১৪ টি ইট ভাটায় প্রায় ৫ হাজার কর্মী কাজ করছে । যার মধ্যে অনেক আদিবাসী রয়েছে । এরা প্রায় সকলেই দিন মজুর । তিনি ভাটা গুলোকে লাইসেন্স প্রদানের জন্য অনুরোধ করেন । এসময় উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি আনিছুল ইসলাম বেলাল চৌধুরী , ভাটা মালিক মনোরঞ্জন দাস রতন, করিরুল চৌধুরী হেলাল, আবু হাসনাত মন্ডল হেলাল, শরিফুল ইসলাম বাবু প্রমুখ সহ শতাধিক ভাটা শ্রমিক উপস্থিত ছিলেন ।

পাঁচবিবি উপজেলা নির্বাহী ( ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন বলেন , বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবগত করবো ।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version