জলঢাকা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক স্বামী পরিমল দেবনাথ কে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। শনিবার (১ মার্চ) যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পরিমল দেবনাথ উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাথপাড়া গ্রামের বিজয় দেবনাথের ছেলে। সে গত ২৪ ফেব্রুয়ারি স্ত্রী পবি দেবনাথ কে হত্যা করে আত্নগোপন চলে যান।
নিহত গৃহবধূর পরিবার মামলা দায়ের করলে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে পরিমল গ্রেফতার হয়। নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌতুকের জন্য প্রায় পবি দেবনাথকে মার ডাং ও নির্যাতন করতো। এ নিয়ে অনেক বিচার শালিসও হয়েছিলো। ঘটনার দিন পবি বাপের বাড়ি থেকে আসা মাত্রই স্বামী পরিমল দেবনাথ আবারও ডাং মার নির্যাতন শুরু করলে একপর্যায়ে স্ত্রী পবি দেবনাথ মাটিতে লুটিয়ে পড়ে।
এরপর স্বামী নির্যাতনে মাত্রা বাড়িয়ে দেয় এতেই পবির মৃত্যু হলে আত্মহত্যার নাটক সাজিয়ে মৃতদেহের মুখে ও শরীরে বিষ মাখিয়ে দেন পরিমল ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হলে স্বামী পরিমল ও তার পরিবারের লোকজন গৃহবধূর লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়। রোববার (২ মার্চ) গ্রেফতারকৃত পরিমল ও চুরির একাধিক মামলা থাকায় সাজু চোরকে আদালতে প্রেরন করা হয়েছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনা বিষয়ে সততা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যা ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারী থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মামলা নং ১১/২৫ইং। এই মামলার সূত্র ধরে র্যাব এর সহযোগিতায় আসামী পরিমল দেবনাথকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।