ইবি প্রতিনিধি-
দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস রোগে ভুগছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্রী সোমাইয়া শারমিন শান্তা। জরুরি ভিত্তিতে তার লিভার ট্রান্সপ্লান্ট করানো প্রয়োজন। ফলে অপারেশন ও আনুষঙ্গিক খরচসহ প্রায় ৮০ লাখ টাকা প্রয়োজন। এতগুলো টাকা যোগাড় করতে পারছে না তার পরিবার। ফলে মেয়েকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তারা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস সমস্যায় ভুগছেন শান্তা। গত জানুয়ারিতে ভারতের চেন্নাই শহরের ড. রেলা ইন্সটিটিউট এন্ড মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করে লিভার ট্রান্সপ্লান্ট করার কথা জানান। অপারেশনের জন্য প্রাথমিকভাবে ৪৫ লাখ এবং আনুষঙ্গিক খরচ সহ প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজন। তবে তার পরিবারের পক্ষে এত পরিমাণ টাকা যোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যত দ্রুত অর্থ যোগাড় করা যাবে, তত দ্রুতই অপারেশন শুরু করা হবে বলে জানিয়েছেন পারিবার। আর তাই মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও সহপাঠীরা।
টাকা পাঠানোর মাধ্যম
01516321858-1 (বিকাশ/নগদ/রকেট)
ব্যাংকের মাধ্যমে দিতে চাইলে
ডাচ্ বাংলা ব্যাংক
সামি আল সাদ আওন
Ac. No.- 1451580041296
কক্সবাজার শাখা
ইসলামি ব্যাংক পিএলসি
এস এম ইমরান হোসেইন
Ac. No. 20503366700205403
শ্যামনগর শাখা
অগ্রণী ব্যাংক
এস এম ইমরান হোসেইন
Ac. No. 0200022047144
শ্যামনগর, সাতক্ষীরা