দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় অধ্যানরত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উদ্যোগে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কালচারাল নাইট পালিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ এর  বহিঃস্থ ক্যাম্পাসে বিকেল থেকে রাত অবধি এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ ছিল যথাক্রমে কেক কাটা, ফটো সেশন ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  প্রোভোস্ট  কাউন্সিলের কনভেনার  প্রফেসর ড. মোহাম্মদ মাসুদুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মামুন উর রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  এএনএসভিএম অনুষদের প্রফেসর ডক্টর আলি আজগর, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের  প্রোভোস্ট  প্রফেসর ড. মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী প্রক্টর মোহাম্মদ   আনোয়ার জাহিদ ও সহকারী হল প্রোভোস্ট এস এম হানিফ।

অতিথিবৃন্দ ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এ ধরনের সুন্দর আয়োজন এর ব্যাপক প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সহায়তা করা হবে মর্মে আশ্বস্ত  করেন। ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা প্রথমবারের মতো এ ধরনের একটি আয়োজন অত্র বিশ্ববিদ্যালয় করতে পেরে অনেক আনন্দিত বলে জানান এবং উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতার প্রশংসা করেন।

ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা জানান যে, তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত ভবিষ্যতের তারা আরো অধিক পরিমাণ বিদেশি শিক্ষার্থীকে এ বিশ্ববিদ্যালয় অধ্যায়নে উৎসাহিত করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তাদের সকল ধরনের সহযোগিতা করা হবে মর্মে জানান।

উল্লেখ্য যে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর  বর্তমান উপাচার্য প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলাম দায়িত্বভার গ্রহণের পর বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো  ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু করে  ব্যাপক প্রশংসিত হয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version