দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিবিএ প্রথম বর্ষের ‘C- ইউনিটের’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির সব ইউনিটের ভর্তি পরিক্ষার কার্যক্রম সমাপ্তি করা হল।

আজ (২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এবং বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত দুই শিফটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিবিএ প্রথম বর্ষের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘C- ইউনিটের’ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন হল পরিদর্শন করেন।

তিনি পরীক্ষার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয় পরীক্ষার শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা আয়োজনে সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং পিআরআইপি দপ্তরের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত C-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষায় মোট ২০ হাজার ১১২ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে সকালের শিফটে ৮ হাজার ৬৮৬ জন এবং বিকালের শিফটে ১১ হাজার ৪২৬ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। সকালের শিফটে ৮৪ দশমিক ৭৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version