তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহের বিষয়টি সঠিক রাখতে কাজ শুরু করেছে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটি।
এরই অংশ হিসেবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মোঃ সোহাগ মিলু এর নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯.১ (ঞ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮.৩৯ ধারা আইনে ৪৩ হাজার টাকা জরিমানা করা ও তা আদায় করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত এবং ট্রেজারি শাখা) মোঃ সোহাগ মিলু। উক্ত অভিযানে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ ফোর্সের সদস্যরা সহায়তা করেন।
এবিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু জানান, বাজার তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, পাকা ক্রয় রশিদ সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত মৌসুমী ফল ভান্ডারকে ২০ হাজার টাকা এবং ব্যবসায়ী সাগর রায়কে ১০ হাজার টাকা, নতুন বাজারে খালেদ মোশাররফকে ৫ হাজার টাকা এবং নতুন বাজারের নিবারন পাল-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯.১ (ঞ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮.৩৯ ধারা আইনে এসব জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।
সঠিকভাবে ও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু।