নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পূর্বধলা উপজেলায় একটি গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারান্দিয়া ইউনিয়নের ভুগীজাওয়ানী উচ্চ বিদ্যালয় থেকে জাওয়ানি মসজিদ পর্যন্ত কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে ভুগীজাওয়ানি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসী ও শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, ভুগীজাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, সহকারী শিক্ষক মো. মাসুদ তালুকদার, জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম খান, সহকারী শিক্ষক আমানউল্লাহ খান, শিক্ষার্থী শরিঝুল ইসলাম, মারুফা মেহেজাবিন, এলাকাবাসী সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলী, আবদুল আজিজ, সিরাজ মিয়া, রবিন মিয়া প্রমুখ।
বক্তারা জানান, ভুগীজাওয়ানী উচ্চ বিদ্যালয় থেকে জাওয়ানি মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২৯৯ মিটার রাস্তা মাটির। এতে করে বর্ষাকালে কাদা ও শুকনো মৌসুমে ধূলা থাকে। ওই রাস্তা দিয়ে ভুগীজাওয়ানী উচ্চ বিদ্যালয় ছাড়াও কমিউনিটি ক্লিনিক, মসজিদ, মাদ্রাসা, পাকারাস্তার মোড়, স্থানীয় বাজারসহ বিভিন্ন স্থানে যেতে হয়। প্রতিদিন সড়কটি দিয়ে দুটি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ছাড়াও গ্রামের লোকজনসহ প্রায় পাঁচ হাজার মানুষ চলাচল করে। মাটির রাস্তা হওয়ায় তিন চাকার গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচল করে না। তাই সড়কটি পাকাকরণের দাবিতে আজ মানববন্ধন করা হয়।
জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ওই ২৯৯ মিটার সড়ক পাকাকরণের দাবি জানিয়ে আসছি। রাস্তা অল্প হলেও দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা ও জেলা কার্যালয়ের যোগাযোগ করা হয়। সর্বশেষ গত ২৯ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়। কিন্তু এখনো কাজ হচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, ‘২৯৯ মিটার কাচা সড়ক পাকাকরণের জন্য একটি আবেদন পেয়েছি। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলা হয়েছে হেরিংবন্ড বা আরসিসি ঢালাইয়ের একটি প্রকল্প দেয়া যায় কিনা।