দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে ‘NeU CSE FEST- 2025’ এর আয়োজন করা হয়েছে। দুই দিন-ব্যাপী অনুষ্ঠানে রয়েছে প্রজেক্ট শোকেজিং, স্পোর্টস, ওয়ার্কশপ (রোবোটিকস্ এন্ড আইওটি), আইটি অলিম্পিয়াড (অন্তঃবিশ্ববিদ্যালয়) এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট-সহ মোট পাঁচটি ইভেন্ট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ‘NeU CSE FEST-2025’ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। আইটি অলিম্পিয়াডের মাধ্যমে শুভ সূচনা হয়।

এতে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম, মো. আনোয়ারুল ইসলাম, মাফিউল হাসান মতিন, কোহিনুর পারভীন এবং ফরিদা সিদ্দিকী প্রীতি।

দ্বিতীয় পর্ব ‘স্পোর্টস ইভেন্ট’ শুরু হয় দুপুর ১টায়। স্পোর্টস ইভেন্টের উদ্বোধন করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মাদ আশরাফুল মুনিম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন, রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী। সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিচালনায় স্পোর্টস ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

বিকাল ৪টায় সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানের ৩য় পর্ব ‘প্রজেক্ট শোকেজিং’ অনুষ্ঠিত হয়। এই ইভেন্ট পরিদর্শন করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মাদ আশরাফুল মুনিম, ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীনসহ আরও অনেকে।

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ‘NeU CSE FEST-2025’ এর প্রথম দিনের তিনটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের কার্যক্রম এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি। সেখানে থাকছে ‘ওয়ার্কশপ’ (রোবটিক্স এন্ড আইওটি) এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট।

উল্লেখ্য, উক্ত কনটেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছে ময়মনসিংহ রিজিওনের চারটি বিশ্ববিদ্যালয়ের মোট ৩১টি দল। বিষয়টি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version