দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বুধবার চরনিখলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “জনগণের নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি কখনও সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে জনগণের কোনো সংশ্লিষ্টতা থাকে না।

তাই অন্য কোনো ভাবনা না ভেবে, সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।” প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। তারা আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছে, আমি সেটা নীতি ও নৈতিকতার সাথে ধরে রাখবো।”

তিনি আরো বলেন, “আমরা চাই দেশনায়ক তারেক রহমান আগামীদিনে এ দেশের প্রধানমন্ত্রী হোক। সেটাই আমাদের সবার স্বপ্ন হওয়া উচিত। ব্যক্তিগত স্বার্থের চিন্তা বাদ দিয়ে, দেশনায়ক তারেক রহমানের স্বার্থে, জাতীয়তাবাদী দলের স্বার্থে এবং এই দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আগামীর দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন। ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী টিপুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নবগঠিত উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একেএম হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু। এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, হোসেন মোহাম্মদ মন্ডল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট এএসএম সারোয়ার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ প্রমুখ।

নবগঠিত কমিটির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুর গণসংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দলীয় নেতা-কর্মীদের মধ্যে এক নতুন প্রাণ সঞ্চারিত করেছে, যা আগামীদিনে আরও শক্তিশালী রাজনৈতিক আন্দোলনের পথপ্রদর্শক হবে বলে মনে করা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version