দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

অবিলম্বে ধর্ষণ, ছিনতাই, ডাকাতির মত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও জান মালের নিরাপত্তার দাবিতে গান মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। নিপীড়নের বিরুদ্ধে এই মিছিল করেন তারা। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হয়ে মিছিল পুরো ক্যাম্পাস, পোগোজ স্কুল ও লক্ষীবাজার হয়ে আবার শান্ত চত্বরে এসে শেষ হয়।

মিছিলের সময়  “মুক্তির মন্দিরও সোপান তলে”, “কারার ঐ লৌহ কপাট”, “আগুনের পরশমণি”, “আবার তোরা মানুষ হ” এসব গান ও কবিতা বলে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া শিক্ষার্থীরা “ধর্ষকের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই”, “আমার বোন ধর্ষিত কেন, ইউনুস সরকার জবাব চাই”, “বাঁচার মতো বাঁচতে দাও, নইলে গদি ছাইড়া দাও” এসব স্লোগান দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের  ইন্টেরিম সরকার নারীদেরকে নিরাপত্তা দিতে পারছে না। আমাদের কেন প্লাকাড হাতে মাইক হাতে এ ধরনের কথা বলতে হচ্ছে? ফ্যাসিস্ট সরকার পতনের পরও কেন নারীদের ক্ষমতায়নের কথা আমাদের বলতে হচ্ছে? বর্তমানে ছিনতাই বেড়েছে অনেকের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে যদি সরকার এসব দমন করতে না পারে তাহলে ক্ষমতা ছেড়ে দেয়া উচিত।

আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়া ও এই মেসেজটা দেয়া যেন তারা একটু হলেও আমাদের দিকে তাকান। যেন আমাদের এরকম করে আর নিজেদেরকে নিয়ে কথা বলতে না হয়, যেন তারা সচেতন হয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সামিরা মৌ বলেন, “সারাদেশে ধর্ষণ, নিপীড়ন, ছিনতাইসহ নিরাপত্তাহীনতার যে অনিশ্চিত পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ন্যাক্কারজনক বক্তব্য, সেটার তীব্র প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে সকল বিচারের এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাবী জানাচ্ছি।

অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করছি।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ, খুন ও মব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এই গান মিছিল।মিছিলের উদ্দেশ্য ছিল সারাদেশে বিচার হীনতার যে সংস্কৃতি, এটা রুখে দেওয়া ও জানমালের নিরাপত্তার দাবিতে এখানে দাঁড়িয়েছি।২৪ এর অভ্যুত্থানের পর অভ্যুত্থানের পক্ষের সরকার আসলো,আমাদের আশা ছিল সবাইকে নিয়ে তারা নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু বর্তমানে আমার উল্টো টা দেখতে পাচ্ছি। এই নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version