রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুরে বৃক্ষকে সুরক্ষা ও পরিবেশের অবক্ষয় রোধে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি ২০২৫ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ভাওয়াল রাজবাড়ী চত্বরে গাজীপুর জেলা প্রশাসন ও ঢাক বন বিভাগের উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরিফিন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বসিরুল আল মামুন,সহকারি বন সংরক্ষক শামসুল আরিফিন, রাজেন্দ্রপুর রেঞ্জের (এসিএফ)কর্মকর্তা নাসিমা আক্তার,শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা মোখলেছুর রহমান,কাচিঘাটা রেঞ্জের কর্মকর্তা শাহজাহান মিয়া, কালিয়াকৈর রেঞ্চের কর্মকর্তা শাকিল আহমেদ,রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌস,মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান,বৃক্ষ মানব প্রফেসর আমিনুল ইসলাম, মহিলা কলেজের ছাত্রীরা সহ ঢাকা বন বিভাগের গাজীপুরে কর্মরত সকল বিটের কর্মকর্তা কর্মচারী। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি নিয়ে রাজাবাড়ী মাঠ সংলগ্ন সড়ক ঘুরে এসে কয়েকটি গাছ থেকে পেরেক অপসারণ করা হয়।