মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুং মসুয়া গ্রামে শামীম আহমেদ পারভেজ এর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার শামীম আহমেদ পারভেজ এর উদ্যোগে এবং সবার সাথী যুব ও ব্লাড ডোনার ক্লাবের সার্বিক তত্বাবধানে বিনামূল্যে রোগী দেখেন কামারকোনা ভূঁইয়া বাড়ি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা,কটিয়াদী শারমিন ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার, এমবিবিএস (ঢাকা)ডা: শামীম মিয়া।
সকাল ৮ টা থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মেডিসিন,গাইনি,শিশু,কিডনি, সার্জারি,ইউরোলজি,অর্থোপেডিক,নাক,কান,গলা,ডায়াবেটিসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়, আগত রোগীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়, ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে রক্তদান কর্মসূচী এবং ঔষধ বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন হযরত মাওলানা তাফাজ্জল হক রাশিদি,কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান মোড়ল,কটিয়াদী শারমিন ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্হাপনা পরিচালক রাজিব আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রাজীব ভূইয়া সহ আরো অনেকেই।