দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)পরিবহন দপ্তরের সংস্কারের দাবিতে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমাবেশ করেছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট ও অন্যান্য সহ -সমন্বয়ক সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট বলেন,
ফিটনেসবিহীন গাড়ি নিয়ে মহাসড়ক নিয়ে আন্দোলন আজকে আমাদের প্রথম না। এই আন্দোলন ২০১৯/২০২০সালে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করি। সেই আন্দোলনের ফলে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া মহাসড়কের সংস্কার দেখতে পাই । কিন্তু টেকসই সমস্যা সমাধান হচ্ছে না,রাস্তা সংস্কারের পরে কিছু মধ্যেই আবার আগের মতোই হয়ে যায় । বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থী ভাই বোনদের মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় । তার পাশাপাশি ভাড়াকৃত ফিটনেসবিহীন বাস ও অদক্ষ বাস চালক। বিগত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক সহ সব জায়গায় দলীয়ভাবে অদক্ষ-অযোগ্য লোক গুলো কে নিয়োগ দেয়া হয়েছে । আজকের ঘটনাটি আরও মর্মান্তিক হতে পারতো। আগামী দিনে যাতে কেউ আহত না হয় ।আমরা এর স্থায়ী সমাধান চাই ।

এর সমাধান বিভিন্নভাবে হতে পারে সমস্ত বাস গুলোকে তদারকি করতে হবে।যে ভাড়া বাস গুলো আছে প্রত্যেক বাস গুলো ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ক্রয় করতে হবে। ভাড়া বাসে যে অর্থ ব্যয় করা হয় তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রয় করা সম্ভব ।আমরা যদি বাস গুলো বাদ দিতে পারি তাহলে ভাড়া বাস গুলোর ক্ষতিকারক দিক গুলো কমে আসবে ।আমরা বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় দক্ষ প্রশাসন চাই । আমরা অনতিবিলম্বে পরিবহন সমস্যার স্থায়ী সমাধান ও এর রোডম্যাপ চাই এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এদিকে মঙ্গলবার(২৫ফেব্রুয়ারি) বাস ওভারটেইক করতে গিয়ে খাদে পড়ে ২৫ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা। একই সাথে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন বাস অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসগামী বাস মাঝপথে ওভারটেইক করতে গিয়ে খাদে পড়ে ২৫ জনের অধিক শিক্ষার্থী আহত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version