দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ সরোবরে দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্যদিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্য সচিব শাহরিয়ার কবির রিমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা গনিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। এসময় সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান, রিফাত মাশরাফি প্রত্যয়, জহুরুল ইসলাম, সাদিয়া মাহমুদ মীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মানা স্মারক প্রদান করা হয়।

যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্য সচিব শাহরিয়ার কবির রিমন বলেন, আজকের এই আয়োজন শুধুমাত্র নবীনদের বরণ এবং প্রবীণদের বিদায়ের আনুষ্ঠানিকতা নয় বরং এটি আমাদের এক অনন্য মিলনমেলা, যেখানে নতুনদের স্বাগত জানানোর পাশাপাশি প্রবীণদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করা হয়। এই মিলনমেলার মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও গভীর ও দৃঢ় হবে। আমরা বিশ্বাস করি, এই সম্পর্ক শুধু আজকের আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না বরং আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হবে। আমাদের এই বন্ধন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে, যা আমাদের একতা, সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিকে সুদৃঢ় করবে। নবীনরা তাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে, প্রবীণরা নতুনদের অনুপ্রেরণা হয়ে থাকবেন—এই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।”

সংগঠনটির উপদেষ্টা গনিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, আজ যারা বিদায় নিচ্ছো, মনে রেখো—তোমরা কখনো একা নও। তোমাদের পাশে সবসময় একদল ভাই-বোন আছে, যারা প্রয়োজনের মুহূর্তে সহায়তা করবে। তাই সাময়িক কষ্টকে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যাও। জীবনের পথে চ্যালেঞ্জ আসবেই, তবে সেগুলোকে বাধা নয়, বরং শেখার সুযোগ হিসেবে গ্রহণ করো। নবীনদের উদ্দেশ্যে বলছি—এই সময়টাই নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সুযোগ। কীভাবে দক্ষ ও যোগ্য হয়ে উঠবে, তা তোমাকেই ভাবতে হবে। সবসময় উন্নতির পথে থাকার চেষ্টা করো। আমি সবসময় তোমাদের পাশে আছি। এ ধরনের প্রোগ্রাম আরও বেশি আয়োজন করা হোক, যাতে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version