নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় তিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পলাশহাটি এলাকায় আলোর পথে সাধারণ গ্রন্থাগার এই মেলার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সুফি কবি ও অনুবাদক এনামূল হক পলাশ। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী।
আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি খায়রুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী জয়েদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান আলোচক ছাড়াও বক্তব্য দেন নেত্রকোনা সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক পূর্ণিমা ডালু, হাজি আমির উদ্দিন মুন্সি স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম, আলোর পথে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আল আমিন, সাবেক সভাপতি শাকিল আহমেদ, নাইমুল রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লামিয়া নুসরাত লাকি প্রমুখ।
পল্লব চক্রবর্তী বলেন, ‘বই মানুষের মনের খোরাক যোগায়। আমাদের চিন্তা চেতনার বিস্তৃত ঘটায়। বই মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। সব পঙ্কিলতা দূর করে আলোকিত করে। পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারেনা। যিনি যত বই পড়েন, তিনি যত জানেন। যিনি যত জানেন, তিনি তত মানবিক ও সংবেদনশীল মানুষ হন। বই হচ্ছে সভ্যতার বাহন। অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।
কবি এনামুল হক পলাশ বলেন, ‘বই পড়া আমাদের প্রাত্যহিক জীবনে উপাসনার একটি অংশ বলা যায়। বই পড়ার প্রতি এখন আমাদের আগ্রহ হারিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট ফোনের দিকে ঝুঁকে পড়ছি। কিন্তু যত প্রযুক্তির আসুক, বই পড়া ছাড়া কেউ জ্ঞান লাভ করতে পারবে না।’
আয়োজকরা জানান, আলোর পথের পাঠাগারটি এক যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মেলায় অন্তত ১০টি বইয়ের দোকান বসেছে। এ ছাড়া প্রতিদিন বিকেল থেকে রাত পযন্ত প্রবন্ধ পাঠ, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।