ডেস্ক রিপোর্ট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের পারিজাত এগ্রো ফার্ম এন্ড ফিসারীজে গরু চুরির অভিযোগ উঠেছে। ফার্মের মালিক উপজেলার তোয়াকুল ইউনিয়নের বৌলগ্রামের জুবায়ের আহমদ সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানান। তিনি জানান, পারিজাত এগ্রো ফার্ম এন্ড ফিসারীজের একসাথে পাঁচটি গরু চুরির ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
ব্যবসার এই বিশাল ক্ষতির পর তিনি প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে স্থানীয় গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
মামলার নম্বর-২২ এবং সিলেট কোর্টে মামলার নম্বর-গোয়াইনঘাট জি.আর ৪৭/২৫। অভিযোগে জানা যায়, ফিসারীজের কেয়ারটেকার ১১ ফেব্রুয়ারি নাভু বিলের পূর্বপাশের মূর্তাগড়ে ফার্মের প্রায় ৩৫টি গরু চরাচ্ছিলেন। এমন সময় দুপুর আড়াইটার দিকে নন্দিরগাও গ্রামের আলাউদ্দিন ওরফে আলাইর ছেলে আলীম উদ্দিন (২২) ও একই গ্রামের ইসমাইল আলীর ছেলে মঈন উদ্দিন (৩০)সহ অজ্ঞাত আরো কয়েকজনকে নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ গরুগুলো ধরার চেষ্টা করে।
তাদের কাছ থেকে ফার্মের কেয়ারটেকার গরু উদ্ধার করতে গেলে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ৫টি ষাঁড় গরু নিয়ে পালিয়ে যায়। গরু চুরি যাওয়ার পর মালিক ঘটনাস্থলে গিয়ে গরুগুলো উদ্ধারে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পারিজাত এগ্রো ফার্মের মালিক প্রশাসনের কাছে গরুগুলোর দ্রুত উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের জন্য সহযোগিতা চেয়েছেন।