নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে নাগরপুর,গয়হাটা,বেকড়া ও মামুদনগর ইউনিয়ন যুব সভাপতিদের নিয়ে বাদ আসর নাগরপুর বাজার জামে মসজিদে জাতীয় সংসদ নির্বাচনী উপলক্ষে কর্মশলা ও যুব সংগঠন গতিশীল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা যুব সভাপতি ডা.এম.এ.মান্নান,সাংগঠনিক সম্পাদক কোরবান আলী,ক্রীড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল,মিডিয়া সম্পাদক আব্দুস সবুর,উপজেলা যুব সদস্য ইন্জি.তারিকুল ইসলাম ও রহমান মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও বেকড়া ইউনিয়ন জামায়াত নেতা নূরুল আলম, নাগরপুর সদর যুব সভাপতি মেজবাহুল এহসান শোভন, মামুদনগর সভাপতি লুৎফর রহমান,গয়হাটা সভাপতি সাহেদ মিয়া ও বেকড়া সেক্রেটারি ফেরদৌস মিয়া,সদর ইউনিয়ন যুব সদস্য মো.আ.হালিমসহ যুব বিভাগের বিভিন্ন দায়িত্বশীলগন উপস্হিত ছিলেন।
এসময় ভোট কেন্দ্র,বুথ এর এজেন্ট নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।এবং আগামী সপ্তাহ থেকে প্রতিটি ইউনিয়ন এ মেডিকেল ক্যাম্পেইণ অনুষ্ঠিত হবে এমন সিদ্ধান্ত গৃহিত হয়