বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
গত ১৯শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরশহর পুরাতন গরুহাটিতে জমিসংক্রান্ত জেরে আবু সাঈদ গং ও প্রেম কুমার ডোম গং সম্প্রদায়ের মধ্যে জায়গা দখলকে কেন্দ্র করে মারামারি ও ভাঙচুর সংঘটিত হয়
। এ সময় উভয় পক্ষ বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করছেন। অভিযোগে উভয়েই জায়গাটি নিজের বলে দাবি করেন। জায়গাটির বিষয়ে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।
উক্ত ঘটনাটি নিয়ে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার হয়েছে বলে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ (ওসি) সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, ঘটনাটির ব্যাপারে কিছু সংবাদ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে অথচ আমরা এ ব্যাপারে অবহিত হওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি।
এই মিথ্যা সংবাদ প্রচারে বকশীগঞ্জ থানার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এর আমি তীব্র নিন্দা জানাই।