বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)সায়েন্স ক্লাবের উদ্যোগে সহজ ক্যানভা প্রশিক্ষণ ও দুই দিনব্যাপী বেসিক গ্রাফিক ডিজাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ও সোমবার (২৩-২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০১ নং রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সোমবার কর্মশালার উদ্বোধনী দিনে ইবির সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ও ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.মোঃ শাহজাহান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড.মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.মোঃ শরীফুল ইসলাম, IEEE Islamic University Student Branch এর সভাপতি মুস্তাকিম মুসল্লী পিয়াস, ইবি সায়েন্স ক্লাবের সহ-সভাপতি নিয়ামুল ফারাবী ও কোষাধ্যক্ষ সারোয়ার হোসেন সাকিবসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোবাশশির আমিন।
এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইবি সায়েন্স ক্লাবের সহ-সভাপতি (টেকনিক্যাল) এস এম সাজ্জাদ হোসেন সৈকত।
প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীরা গ্রাফিক ডিজাইনের মৌলিক ধারণা, ডিজাইন প্রিন্সিপালস এবং ক্যানভা টুলের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। দ্বিতীয় দিনে, উন্নত গ্রাফিক ডিজাইন কৌশল ও হাতে-কলমে প্রজেক্ট সম্পন্ন করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষক এস এম সাজ্জাদ হোসেন সৈকতকে সম্মাননা স্মারক প্রদান করেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শরীফুল ইসলাম।
উল্লেখ্য,কর্মশালার টেকনোলজি পার্টনার Digitaliz কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য Canva Pro সাবস্ক্রিপশনে ৫০% ছাড় প্রদান করেন।সফলভাবে অংশগ্রহণকারীরা নির্ধারিত প্রজেক্ট সম্পন্ন করা সাপেক্ষে সার্টিফিকেট পাবেন।