দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান কমিটির সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার(২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল কাশেম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি অধ্যাপক ড.শফিকুল ইসলাম,অধ্যাপক ড.আব্দুস সামাদ,অধ্যাপক ড. নূরুন নাহার,অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া ও অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ।

যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান ও অধ্যাপক ফকরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. হাফিজুর রহমান,সহ- সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. শরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক অধ্যাপক ড. জালাল উদ্দিন,সহ-দপ্তর সম্পাদক অধ্যাপক ড.নাসির উদ্দিন খান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ,প্রচার সম্পাদক অধ্যাপক ড.শাহীনুজ্জামান,সহ-প্রচার সম্পাদক অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক অধ্যাপক ড.এ কে এম রাশেদুজ্জামান,
সাহিত্য- সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড.জাহিদুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড.খোদেজা খাতুন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য
অধ্যাপক ড.মিজানুর রহমান ও অধ্যাপক ড.নজিবুল হক।

নব নির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড.ফারুকুজ্জামান খান বলেন,‘জুলাইয়ের ছাত্র-গনআন্দোলনের চেতনা, নতুন করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং শহীদ জিয়ার স্বপ্ন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রমে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ সৃষ্টিতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version