দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আসন্ন নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে রহস্য বাড়ছে। সবচেয়ে বেশি আলোচনায় নতুন দলের সদস্য সচিব কে হচ্ছেন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম কবে পদত্যাগ করছেন। এই মুহূর্তে নতুন দলের আত্মপ্রকাশ অনেকটা নির্ভর করছে এ দুটি সিদ্ধান্তের ওপর।

নতুন দল এবং নাহিদ ইসলামের পদত্যাগ চলতি সপ্তাহের যে কোনো সময় হওয়ার কথা জানিয়েছেন নাগরিক কমিটির নেতারা। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এর মধ্যে গতকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সে সময় গাড়ির ফ্লাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।’

এদিকে, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটা নিয়মিত সাক্ষাৎ বলেই জানি।

সরকার ও নাগরিক কমিটির একাধিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেন, উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন। যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তাহলে দু-এক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অন্য কাউকে দেওয়া হতে পারে। নতুন উপদেষ্টাও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তার আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচিত হচ্ছে কয়েক সপ্তাহ ধরে। এর আগে গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, ‘সরকারের বাইরে যারা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছেন অনেক আগেই। আমি আমার জায়গা থেকে বলেছি, সেই দলে আমার যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটা হলে সরকার থেকে পদত্যাগ করব। আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি; সম্ভাবনা আছে। হয়তো এ সপ্তাহের শেষে আপনাদের সবাইকে জানাতে পারব।’

এদিকে সদস্য সচিব পদ নিয়েও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। এ পদে তিনজনের নাম বেশি আলোচনায় রয়েছে। তারা হলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সোমবার এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে বলে নাগরিক কমিটির একাধিক নেতা কালবেলাকে নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version