বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি করেছে শাখা ছাত্রদল। দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রবিবার (২৩ ফেব্রুযারি) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্ত্বর এলাকায় জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে সবার মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লোবস বিতরণ করা হয়। এরপর বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমতলা, ডায়না চত্ত্বর ও মুক্তবাংলা এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছনতা অভিযান চালায় তারা।
কর্মসূচিতে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মী এতে অংশ নেন। এসময় আর্বজনা কুড়ানোর পাশাপাশি বিভিন্ন অপচনশীল দ্রব্য কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেন।
এই বিষয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘নিরাপদ ক্যাম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। এই বিষয়ে সকলের সচেতন থাকতে হবে। প্রত্যেকেরই উচিত নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যে ডাস্টবিন গুলো স্থাপন করা হয়েছে প্রত্যেকেই নিজের জায়গা থেকে সেগুলো ব্যবহার করবো। এছাড়াও ইবি শাখা ছাত্রদলের পক্ষ থেকেও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় ডাস্টবিন স্থাপন করা হবে। আমরা চাই, সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ক্যাম্পাসটা সুন্দর রাখি।’