বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।এদিন আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। গতকালও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর ছিল।
অন্যদিকে ১৯৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে সেনেগালের ডাকার। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে দিল্লি, চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান, যার স্কোর ১৮১ এবং ১৭৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি।
সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।