দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পরপরই পদত্যাগ করেছে অনেকে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপ্তিটিতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে। মেজবাহ উদ্দিন রিয়াদকে আহ্বায়ক করে ও রাজু শেখকে সদস্য সচিব করে ৫২ জনের একটি কমিটি করা হয়েছে।

  তবে কমিটি ঘোষণা করার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। আর এর মধ্যেই শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত কমিটির যুগ্ম সদস্য সচিব সাবিকুন্নেছা লাবনি, সহমুখপাত্র ইব্রাহিম খলিল ও  সদস্য রিয়াদুল ইসলাম রিয়াদ, সোলায়মান মিয়া, জাকির হোসেন, আজিজুল ইসলাম, আশরাফ, ইমরান পদত্যাগ করেছে। আইন ও বিচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল সামাজিক জানান, আমার আন্দোলনে অংশ নেওয়ার মূল ভিত্তিগুলোর অন্যতম একটি ছিল বাংলাদেশে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিবেশ বান্ধব শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়া।

সেই দৃষ্টিকোণ থেকে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা ও কার্যকরী পদক্ষেপ দেখতে চাই। আপাতত আমি  ক্যাম্পাসে কোন ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট নই।” তিনি আরও জানান, “আমি জুলাই আন্দোলনে আমার নৈতিক জায়গা থেকে যুক্ত হয়েছিলাম। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটির সাথে কোন সংশ্লিষ্টতা নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক প্রদত্ত কমিটিতে আমার নাম ব্যবহার করা হয়েছে এই নাম সম্পর্কে আমি অবগত নই। আমি চাই না ভবিষ্যতেও আমার নাম আমার অনুমতি ছাড়া কোনো সংগঠনে ব্যবহার করুক। আমি স্বেচ্ছায় এই কমিটি থেকে আমার নাম প্রত্যাহার করে নিলাম।” কমিটিতে নামের স্বচ্ছতা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিভিন্ন সমালোচনা। নামের বিষয়ে কোনো স্পষ্টতা না থাকায় পড়তে হচ্ছে দ্বিধা-দ্বন্ধে। তবে কমিটিতে নাম আসা অনেকেই এই বিষয়ে অবগত নয় বলেই স্বীকারোক্তি দিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version