বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড় টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা, ‘একশন একশন ,ডাইরেক্ট একশন’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ধর্ষকদের ঠিকানা,এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা,ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিচার চাই বিচার চাই,ধর্ষকদের বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস,উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ২৪ এর গনঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিলো। আমরা নারী-পুরুষ সবার অধিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মায়েরা বোনেরা ধর্ষণ, শ্লীলতাহানি, নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু এখনো ধর্ষকদের কোনো বিচার নিশ্চিত হচ্ছেনা অথচ দেশের আইন অনুযায়ী ধর্ষকদের ফাঁসি নিশ্চিত হওয়ার কথা। আমরা চাই অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশে যদি অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত না করা হয় তাহলে আমরা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব।