শেখ জহিরুল ইসলাম। নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি
ৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নান্দনিক নানা আয়োজনে রসুলপুর আলিম মাদ্রাসা নান্দাইল ময়মনসিংহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় উক্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারমিনা সাত্তার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রফিকুল ইসলাম ভূঁইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নান্দাইল ময়মনসিংহ।
রসুলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন অর্থ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন,রাকিবুল হাসান উপজেলা আইসিটি অফিসার নান্দাইল ময়মনসিংহ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুল আমিন জামায়াতের সেক্রেটারি নান্দাইল ময়মনসিংহ, শেখ জহিরুল ইসলাম নান্দাইল সদর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আব্দুস ছামাদ মেম্বার। প্রধান অতিথির বক্তব্যে সারমিনা সাত্তার বলেন রসুলপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত মনোরম পরিবেশে এরকম একটি চমৎকার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রতিযোগিতার শুরুতে ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে- সাথে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিগণ উক্ত কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা উপভোগ করেন এবং প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় রসুলপুর আলিম মাদ্রাসা নান্দাইল, ময়মনসিংহের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।