টাংগাইল প্রতিনিধিঃ
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা বিএনপি,নাগরপুর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) দ্বীপ ভৌমিক ,কৃষি কর্মকর্তা মোঃরাশেদুল ইসলাম , নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রফিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা গণ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।