জসিম উদ্দীন, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় অমর ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের ছোটবাজার স্থানীয় শহীদ মিনারে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
এরপর পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তর, এক মুক্তিযোদ্ধা ও অন্যান্য প্রতিষ্ঠান, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আইনশৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের মুল ফটক থেকে কানায় কানায় ভরে যায়। এছাড়াও সড়কে আলপনা আঁকা সহ সকল সৌন্দর্য বর্ধন কর্মসূচী করা হয়।